| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব থামছেই না ইসরাইলের নৃশংস হামলা; গত পাঁচ দিনে শহীদ ৬৩৪ জন


থামছেই না ইসরাইলের নৃশংস হামলা; গত পাঁচ দিনে শহীদ ৬৩৪ জন


মুসলিম বিশ্ব ডেস্ক     24 March, 2025     02:14 PM    


যুদ্ধবিধ্বস্ত গাজ্জায় বর্বর হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলার পঞ্চম দিনেও ভয়াবহ স্থল হামলা চালিয়েছে ইসরাইলের সন্ত্রাসী বাহিনী। বিমান হামলা, কামানের গোলায় প্রতিদিনই গুঁড়িয়ে দিচ্ছে গাজ্জার অসহায় মানুষগুলোর বসতবাড়ি। গত শুক্রবারও রাতভর হামলা চালিয়েছে গাজ্জার ঘনবসতি এলাকাগুলোয়।

গাজ্জার উত্তরাঞ্চলে ফিলিস্তিনীদের ওপর বৃষ্টির মতো গুলি চালাচ্ছে ইসরাইলি বাহিনী। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি। লোমহর্ষক এ স্থল হামলার শিকার হচ্ছে বেইত লাহিয়া, বেইত হানুন শহরসহ উত্তরাঞ্চলের বসতিগুলো। চলমান এ স্থল হামলায় ৪৮ ঘণ্টায় গাজ্জায় শহীদ হয়েছেন ১৩০ জন। গত ৫ দিনে শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪ জন। আহত হয়েছেন ১১৭২ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

রোববার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবার সালাহ আল-দিন (ফিলাডেলফি) করিডরের মাধ্যমে ফিলিস্তিনীদের গাজ্জার উত্তর অংশ বা দক্ষিণ অংশে প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি বাহিনী। বাধা দেওয়া হচ্ছে। উত্তর গাজার কিছু অংশে আর্টিলারি শেলিং চালিয়েছে।

পূর্বদিকের তুফাহ আশপাশের একটি বাড়িতে ইসরাইলী হামলার কমপক্ষে পাঁচজন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী বলছে, শুক্রবার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাশকেলনে গাজ্জা থেকে বিমান হামলা চালানোর প্রতিক্রিয়া হিসাবে এ হামলা চালানো হয়। তবে উত্তর গাজ্জা থেকে হামাসের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে তেল আবিব।